Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কী সেবা কিভাবে পাবেন
বিস্তারিত

সেবা ও সেবার ধাপসমূহঃ

 

১। অসুস্থ গবাদি পশু ও হাঁসমুরগির চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদানঃ

         

ক.  প্রাণিহাসপাতালে--  সময়সূচিঃ   অফিস চলাকালীন সময়ে     -     বিনামূল্যে।

 

    প্রথম ধাপঃ  হাসপাতালে আনীত  গবাদি পশু ও হাঁস-মুরগির মালিকের নাম ঠিকানা, পশুর বিবরন  

                  নির্ধারিতরেজিষ্টারে লিপিবদ্ধ করতে হয়।

 

    দ্বিতীয় ধাপঃ কর্তব্যরত চিকিৎসক অসুস্থ পশু/পাখী প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষাপূর্বক রোগ  নির্নয় করেন।

 

   তৃতীয় ধাপঃ রোগ অনুসারে চিকিৎসক ব্যবস্থাপত্র প্রদান করেন। ব্যবস্থাপত্রের মধ্যে কোন  ঔষধ স্টকে থাকলে   

                    বিনামূল্যেসরবরাহ করা হয়। দপ্তরে কর্তব্যরত মিশ্রকীএকাজে ভেটেরিনারি সার্জনকে সহায়তা

                    প্রদান করেন।

 

খ.  কৃষকের বাড়ী/খামারে/চেম্বারে :

 

           সময়সূচিঃ   অফিস চলাকালীন সময়ের বাহিরে এবং জরুরী ক্ষেত্রেঅফিস সমেয়  ফি প্রদান সাপেক্ষে।

                     (গোবর,রক্ত পরীক্ষা ও প্রয়োজনে গবেষণাগারে প্রেরন করে)

 

২। কৃত্রিম প্রজনন সেবাঃ  সময়সূচিঃ সার্বক্ষিনক-  সরকার নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে।

                ডাক/গরম হওয়ার লক্ষণ প্রকাশের ১২-১৮ ঘন্টার মধ্যে কৃত্রিম প্রজনন করানোর নিয়ম।

 

 

  প্রথম ধাপঃ   ডাকে আসা গাভী/বকনা অফিসে নিয়ে এসে মালিকের নাম ঠিকানা, পশুর বিবরন,  নির্ধারিত

                 রেজিষ্টারে লিপিবদ্ধকরতে হয়।

  

  দ্বিতীয় ধাপঃ কর্তব্যরত এফ.এ.(এ.আই) প্রাণিসম্পদ দপ্তরে এবং ইউনিয় পর্যায়ে (ইউনিয় পরিষদের  

                 প্রাণিসম্পদ দপ্তরের নির্ধারিত কক্ষে ) গরুরজাত অনুসারে কৃত্রিম প্রজনন করান।

 

  তৃতীয় ধাপঃ কৃত্রিম প্রজননের পরে পশুকে ১ ঘন্টা বিশ্রাম দিতে হবে।

 

৩। গবাদিপশু ও হাঁস-মুরগির টিকা বীজঃ

       অফিস চলাকালীন সরকরা নির্ধারিত মূল্যে।

 

৪। অন্যান্য সেবা সমূহ:

 

ক.  উন্নতজাতের ঘাসের বীজ ও কাটিং

খ . প্রযুক্তি হস্তান্তরের  নিমিত্তে কৃষক প্রশিক্ষণ

গ. প্রাকৃতিক দূর্যোগ চলাকালীন স্থানীয় প্রশাসন, জন প্রতিনিধি, বেসরকারী সংস্থার সহযোগীতায়

    গবাদি পশু ও হাঁস-মুরগির চিকিৎসা, টিকা প্রদান ও ত্রান বিতরন।

ঘ. উন্নতজাতের গবাদিপশু ও হাঁস-মুরগির খামরী /কৃষককে অনুদান প্রদান।